Posted by : Every Things Free For you
Tuesday, 2 August 2016
অনেক দিন পর টেকটিউন এ ফিরে আসলাম ,আমরা যারা বেশি বেশি ট্রাভেল করি তাদের জন্য ইন্টারন্যাশনাল কার্ড খুব প্রয়োজনীয় একটা জিনিষ। আমি নিজে একটা ইন্টারন্যাশনাল কার্ড র জন্য বাংলাদেশ এর অনেক গুলো ব্যাংক এ যোগাযোগ করছিলাম কিন্তু ওদের এত্ত এত্ত শর্ত পুরন করতে করতে আমি হাঁপাই গেছি,আপনাদের অবস্তা ও নিশ্চয়ই আমার মত।
আপনারা অনেকে payza এর নাম শুনেছে,payza বাংলাদেশে অনেক দিন ধরে কাজকর্ম চালিয়ে যাছে,কিছু দিন হল payza বাংলাদেশ র জন্য ইন্টারন্যাশনাল কার্ড চালু করল এই কার্ড পেতে আপনাকে খুব বেশি কস্ট করতে হবে না,এর জন্য আপনাকে প্রথমে নিছের লিঙ্ক এ ঢুঁকে একটা payza অ্যাকাউন্ট করতে হবে
www. payza .com
অ্যাকাউন্ট সাকসেস ফুল্ল হলে আপনি অ্যাকাউন্ট টি আপনার ন্যাশনাল id অথবা পাসপোর্ট অথবা ড্রাভিং লাইসেন্সর scan copy দিয়ে ভেরিফ্যাই করে নিতে হবে
এর পর আপনি payza ইন্টারন্যাশনাল master কার্ড র জন্য এপ্লাই করতে পারবেন,
কার্ড ফি ১৬০০ টাকা আপনি বিকশ মাধ্যমে লোড করতে পারবেন,বিকাশ এ ইনস্ট্যান্ট লোড করা যায়
কার্ড এ yearly কোন ফি নাই
আপনি আপনার কার্ড USD or CAD কারেঞ্চি যে কোন একটা র জন্য আবেদন করতে পারবেন,তবে আমি যত টুকু দেখেছি USD কারেঞ্চি তে এ সার্ভিস চার্জ একটু বেশি তাই আপনি যদি খরচ কমাতে চান তাহলে CAD কারেঞ্চি তে কার্ড র জন্য আবেদন পারবেন,আপনি চাইলে কার্ড এ আপনার নাম ও অ্যাড করতে পারবেন
কার্ড র জন্য আবেদন করার পর আপনাকে ২-৮ week অপেক্ষা করতে হবে
আপনি এই কার্ড দিয়ে দেশে বিদেশে এবং অনলাইনে amazon, ebay এর মত ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন যেখানে master card সাপোর্ট করে
কোন হেল্প লাগলে আমাকে মেইল করতে পারবেন ইমেইল অ্যাড্রেস rupommariner@gmail.com