আপনার মোবাইলে HD কোয়ালিটি তে ২০০+বাংলা ও বিদেশি চেনেল দেখুন কোনো ধরনের আটকাআটকি ছাড়াই(২জি তে ও চলে)
Posted by : Every Things Free For you
Tuesday, 2 August 2016
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই, আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যাতে ভালো থাকেন সেই কামনা করে আজকের টিউন লেখা শুরু করছি। কাজের কথায় আসা যাক, আমি আপনাদের জন্য দারুন একটি লাইভ টিভি অ্যাপ নিয়ে এসেছি। দরকার শুধু একটুখানি এম বি, তাতেই দেখা যাবে সব টিভি চ্যানেল। দেশীয় চ্যানেলগুলো তো থাকবেই, থাকবে বিদেশিগুলোও। শুধু তা-ই নয়, পাওয়া যাবে চ্যানেলের অনুষ্ঠান সূচি। প্রিয় অনুষ্ঠান যাতে বাদ না পড়ে যায়, সেজন্য রয়েছে রিমাইন্ডারের ব্যবস্থা।
সবই করা যাবে মোবাইলে, ‘টিভি বাংলাদেশ’ নামের একটি অ্যান্ড্রোয়েড অ্যাপসে। প্রাথমিকভাবে ২০০টিরও বেশি চ্যানেল রয়েছে অ্যাপসটির তালিকায়। কথা না বলে অ্যাপটি ডাওনলোড করে নিন।
App size 2.8 mb.
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
[N.B Download করার জন্য প্রথমে Slow Download এ ক্লিক করবেন। তারপর চ্যাপ্টা কোড বসিয়ে Download link এ ক্লিক করলে একটা লিংক পাবেন যেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।]
আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।
অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।
তাই আজ পেয়ে গেলেন। নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন অ্যাপ পেতে Techtunes এর সাথে নিয়মিত থাকুন।
যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।
তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।
ধন্যবাদ টেকটিউনস এর সাথে থাকার জন্য।মেতে উঠুন প্রযুক্তির সুরে।