Posted by : Every Things Free For you Saturday, 25 June 2016

আসসালা মলাইকুম
আশা করি প্রযুক্তির সাথে সবাই ভালই আছেন।
যারা এখনো ভার্চুয়াল র্যাম তৈরি করতে পারননি বা হচ্ছেনা তারা দেখুন।
(CWM ছাড়া) আমি যে টিউনটির কথা বলছি–
[Root][Mega Post] 450MB Virtual Ram সকল রুটেড ডিভাইসের জন্য (No Need To Damage Sdcard) [High Performanced Ram] [Gaming]
অনেকই পেরেছেন আমি জানি। তবে কিছু কিছু সমস্যা তো থাকবেই।
এই ধরুন কারও ফোনে
# CWM/TWRP ইনস্টল করা নাই
# Install Zip from sdcard দিলে error দেখায়।
# ফোন ব্রিক হয়।
# র্যাম শো করে না।
# ফোন স্লো হয়।
আরও অনেক। তবে এসব সমস্যা আমি কিংবা আমার দেওয়া স্ক্রিপ্ট সৃষ্টি করে নি। এই সমস্য সৃষ্টি করেছেন হয় আপনি নয়ত আপনার ফোন।
তবে আমি আমার অনেক বন্ধুর ফোনে ট্রাই করে পুরোপুরি সফল হয়েছি।
আজকে আমি সব সমস্যার সমাধান নিয়ে আসলাম সাথে একটি সুন্দর উপায়। যেখানে থাকবে না কোন ইরর, লাগবে না কোন CWM/TWRP।
যা যা লাগবেঃ
১. রুটেড সেট।
২.BusyBox Pro Latest
৩ Ram Manager Premium Cracked Latest
৪.Root Explorer
৫.DiskInfo Pro
Download Link:
1.BusyBox Pro Latest: Click hear
2.Ram Manager Premium Cracked Latest: Click hear
4.Root Explorer: Click Hear
5.DiskInfo Pro: Click hear
N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন।
কার্যপ্রণালিঃ
Busybox Pro যাদের আগে থেকেই আছে তারা চেক করুন যে লেটেস্ট কিনা!! না হলে লিংক থেকে ডাউনলোড করুন এবং ইনস্টল দেন। এরপর ওপেন করে load হওয়া শেষে Install এ ক্লিক করুন। Congratulation আসলে কাজ শেষ।
এবার Root explorer দিয়ে রুট ফোল্ডারের /Cache ফোল্ডারে যান। এবার চিত্রের মত কত mb জায়গা ফ্রি আছে দেখে নিন। চাইলে নোট করেও নিতে পারেন।
Back এ এসে এবার /data ফোল্ডারে যান এবং কত mb free আছে দেখুন।
দেখতেই পাচ্ছেন আমার ফোনের /cache ফোল্ডারে 363mb মত ফাঁকা আছে আর /data ফোল্ডারে 635mb
এবার Ram Manager Pro তে গিয়ে Extra তে যান।
এরপর Swap এ ক্লিক করুন। এবং swap file location এ /cache সিলেক্ট করুন। আর আপনার ফোনের /cache ফোল্ডারে যত জায়গা ফাঁকা আছে তার থেকে ৫০ এমবি কম দেন এবং Create এ ক্লিক করুন।
আবার Swap এ ক্লিক করুন। এবং swap file location এ /data সিলেক্ট করুন। আর আপনার ফোনের /data ফোল্ডারে যত জায়গা ফাঁকা আছে তার থেকে ৩০০ এমবি কম দেন এবং Create এ ক্লিক করুন।
Create হয়ে গেলেই কাজ শেষ। ফোন রিবুট দিন।
Diskinfo তে কত র্যাম হল দেখুন।
১০০% কাজ করবে।
কিভাবে বুঝব র্যাম বাড়ছে??
বড় গেম এ ঢুকে দেখুন আগের থেকে তাড়াতাড়ি ওপেন হচ্ছে।
অনেক গুলো এপস ইনসৃটল করে দেখুন। ফোনের আর কিছু যায় আসে না।
ব্যাকগ্রাউন্ড এ অ্যাপস রেখে মাল্টিটাস্কিং করে দেখুন কত ফাস্ট।
যাদের স্লো হচ্ছে তারা কি করবেন??
কোনো বুস্টার ক্লিন মাস্টার থাকলে ফিকে মারেন।
Ram Manager Pro তে Ram ট্যাব এ গিয়ে Ram Tuner থেকে Default করে দিন।
আপনি চাইলে নিজের ইচ্ছে মত কাস্টমাইজ করতে পারবেন। (Ram Tuner/Custom)
বিঃদ্রঃ আমার স্ক্রিপ্ট যে কাজ করত এই Ram Manager দিয়ে ঠিক একই কাজ হচ্ছে।কেউ চাইলে আগের স্ক্রিপ্ট চালাতে পারেন। আর পারলে এটাও ট্রাই করেন।
এতে সুবিধা এটাই যে আপনি আপনার ইচ্ছামত Ram Swap সিলেক্ট করবেন।এবং Ram Tune বা কাস্টমাইজ করতে পারবেন।
তার পরেও নিজে বুঝে করবেন।ধনবাদ।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © EveryThings Free For You - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -