Posted by : Every Things Free For you Sunday, 19 June 2016

প্রদিতিদন ফেসবুকে যুক্ত হচ্ছে দুই লক্ষের অধিক নতুন ব্যবহারকারী, এছাড়াও ফেসবুকে রয়েছে ১ বিলিয়নের উপর সক্রিয় ব্যবহারকারী।
তবে অনেকেই জানেন না তাঁদের প্রিয় ফেসবুক একাউন্টের নানান তথ্য কিভাবে নিরাপদ রাখতে পারবেন।
হ্যাকারদের কাছ থেকে নিরাপদ রাখবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্ট অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যবহারকারীর একাউন্ট থেকে নানান ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে কিংবা একাউন্টটাই হ্যাক হয়ে গেছে! এসব ঝামেলা থেকে রেহাই পেতে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের তথ্য এবং একাউন্ট কিভাবে নিরাপদ রাখবে সেই নিয়ে আমাদের আজকের আয়োজন। পাসওয়ার্ড হচ্ছে সকল অনলাইন একাউন্টে সাইন আপ এবং লগ ইন এর প্রধান অংশ অনেকটা পাসওয়ার্ড হচ্ছে আপনার একাউন্টে প্রবেশের চাবি যেকেউ যদি আপনার পাসওয়ার্ড জেনে যেতে পারে তবে তার পক্ষে আপনার একাউন্ট হ্যাক করে নেয়া সময়ের ব্যাপার মাত্র। সুতরাং পাসওয়ার্ড নিয়ে বিশেষ ভাবনার কারণ রয়েছে।
আপনি যদি আপনার একাউন্ট নিরাপদ রাখতে চান তবে পাসওয়ার্ড দিতে হবে শক্তিশালী যেমন অবশ্যই আপনার জন্মদিন, জন্মসাল কিংবা মোবাইল নাম্বার ব্যাবহার করবেন না পাসওয়ার্ডে এতে করে হ্যাকারদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে আপনার একাউন্ট হ্যাক করা।
আপনি অবশ্যই আপনার ফেসবুক একাউন্ট আপনার ব্যক্তিগত রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ভ্যারিফাইড করে নিবেন এতে করে আপনার ফেসবুক একাউন্ট অনেকটা নিরাপদ হয়ে যাবে কারণ এর ফলে আপনি কোন কারণে যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলেও যান তবে ফেসবুক আপনাকে মোবাইলে পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ দিবে।
অপর দিকে আপনার ইমেইল একাউন্টও কোন কারণে হ্যাক হতে পারে সে ক্ষেত্রেও ফেসবুক আপনার ভ্যারিফাইড নাম্বারে পাসওয়ার্ড পরিবর্তন করার সুযোগ দিবে।
আপনার মোবাইলে ফেসবুক লগ ইন করার নোটিফিকেশান অন করে রাখুন এতে করে যদি কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে চায় তবে আপনার একাউন্টের পাসওয়ার্ড সে হ্যাক করলেও একাউন্টে প্রবেশ করতে তাকে আরেকটি পাসওয়ার্ড দিতে হবে যা ফেসবুক আপনার মোবাইলে SMSএর মাধ্যমে পাঠাবে। ফলে এটি অনেকটাই কষ্ট সাধ্য হবে হ্যাকারের জন্য। তাহলে চলুন জেনেনিই কিভাবে আপনি আপনার মোবাইলে ফেসবুক লগ ইন নোটিফিকেশান চালু করবেনঃ >প্রথমে আপনার ফেসবুক একাউন্ট সেটিংয়ে প্রবেশ করুনঃ >এরপর একাউন্ট সিকিউরিটিতে ক্লিক করুনঃ এখানে লগ ইন নোটিফিকেশান “Text message/Push notification ” ক্লিক করুন। এরপর আপনার কাছে আপনার মোবাইল নাম্বার চাইবে ফেসবুক, নাম্বার দিলে কিছুক্ষনের মাঝে আপনার কাছে একটি SMS আসবে যে কোড ফেসবুক পাঠাবে সেটি এখানে দিন। সব শেষে “ Require a security code to access my account from unknown browsers” এই অংশে টিক দিয়ে বেরিয়ে আসুন। এবার আপনার ফেসবুক একাউন্ট অত্যন্ত
শক্তিশালী নিরাপত্তা ব্যাবস্থার আওতায় চলে গেল।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © EveryThings Free For You - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -