Posted by : Every Things Free For you
Tuesday, 28 February 2017
আজকে আমি দেখাবো কিভাবে batch file এর মাধ্যমে অটোমেটিক ফোল্ডার তৈরি করবেন।আপনি ইচ্ছা করলে আরো বেশিও বানাতে পারেন যতক্ষন পর্যন্ত না আপনি কমান্ড বন্ধ করতেছেন। তো আমাদেরকে ফাইলটি তৈরি করার জন্য কিছু কোড লিখতে হবে।এর জন্য আপনাদেরকে নোটপেড ওপেন করতে হবে।নিচ থেকে কোডটা কপি করে নোটপেডে পেস্ট করে নিন।
@echo off
cd "%userprofile%\desktop"
:begin
md %random%.%random%
GoTo begin
cd "%userprofile%\desktop"
:begin
md %random%.%random%
GoTo begin
কোডটা পেস্ট করা হলে সেভ করার সময় .txt রিমুভ করে .bat এক্সটেনশান দিয়ে সেভ করে নিন। তারপর ডাবল ক্লিক করে দেখুন। তবে এই ফাইলটি যে লোকেশানে রাখবেন অই লোকেশানেই ফোল্ডার তৈরি হবে।
এবার দেখাব কিভাবে এক ক্লিকে কম্পিউটার রিফ্রেশ করবেন ঃ
এটাও ঠিক আগেরটার মত নিয়ম,শুধু কোডটা একটু পরিবর্তন করতে হবে। তো আপনারা নতুন আরেকটা নোটপেড খুলুন, আর নিচের কোডটা কপি করে পেস্ট করে নিন।
@echo off
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
cd/
tree
C:
tree
D:
tree
E:
tree
F:
tree
এই কোডটা পেস্ট করার আগে আপনার পিসির ড্রাইভ অনুযায়ী এডিট করে নিন। কেননা আমি ৪টা ড্রাইভ দিয়েছি,অনেকের হয়তো ৫ টাও থাকতে পারে, তো সে অনুযায়ী এডিট করে নিন। তারপর New Text Document.txt রিমুভ করে Refresh.bat এক্সটেনশান দিয়ে সেভ করে নিন। তারপর ডাবল ক্লিক দিলেই আপনার পিসি রিফ্রেশ হয়ে যাবে।
আজকে এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।